Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি’র নতুন অর্থ বছরে ১১৪কোটি টাকার বাজেট

প্রকাশিত: ১০ জুলাই ২০১৭, ০১:০১

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ অর্থবছরে ১১৪ কোটি ২ লক্ষ টাকার বাজেট দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১০ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। রবিবার দুপুর তিন টায় বাজেট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।

ট্রেজারার অফিস সূত্রে জানায়, এ বছরের জন্য ১১৪ কোটি ২ লক্ষ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। বাজেটের মধ্যে বেতন-ভাতায় ব্যয় করা হবে ৮৭ কোটি ১৬ লক্ষ টাকা, পেনশন বাবদ ৪ কোটি ৫০ লক্ষ টাকা, সরবরাহ ও সেবার জন্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা, শিক্ষা ও আনুষঙ্গিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা, মেরামত খাতে ১ কোটি ৫০ লক্ষ টাকা, গবেষণা খাতে ৬৫ লক্ষ টাকা, সম্পদ সংগ্রহ ও ক্রয় ১২ কোটি ৫০ লক্ষ টাকা।

উল্লেখ্য, গতবছরের অনুমোদিত বাজেট ছিল সর্বমোট ১০৯ কোটি ১৭ লক্ষ টাকা যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিল ৯ কোটি ৫০ লক্ষ টাকা।

ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, “আমরা এবছর ১৮৩ কোটি ১৮ লক্ষ টাকার বাজেট প্রস্তাব করেছিলাম ইউজিসির নিকট। ১০৪ কোটি ২ লক্ষ টাকার বাজেট দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় যে বাজেট তা রিভাইজ বাজেটে ইউজিসি পাশ করবে বলে আমি আশাবাদী।’’

ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ইউজিসিকে ধন্যবাদ। যথেষ্ট নজর দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিকে। তবে আমরা গবেষণার ক্ষেত্রে আরও বাজেট প্রত্যাশি।’’

 

ঢাকা, ০৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ