Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির জিয়া হলে তালা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশিত: ৭ মে ২০২৩, ২৩:৩৫

শিক্ষার্থীদের আন্দোলন

ইবি লাইভ: বিভিন্ন দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের ফটকে তালা দিয়ে আন্দোলন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (৭ মে) বেলা ১২টার দিকে হল গেটে অবস্থান কর্মসূচি পালন করে হলের আবাসিক শিক্ষার্থীরা।

এর আগে নানা সংকট নিয়ে হল প্রভোস্টের সাথে মুঠোফোনে কথা বলেন শিক্ষার্থীরা। তিনি আশানুরূপ সমাধান না দিয়ে উল্টো ফান্ড সংকট উল্লেখ করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন।

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত হলে নেই তেমন কোন সংস্কারকাজ। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট জরুরী হলেও হলের ওয়াই-ফাই এর করুণ দশা প্রভোস্টকে একাধিকবার অবহিত করলেও মেলেনি কাঙ্ক্ষিত সেবা। নিয়ে ক্ষুব্ধ প্রায় অর্ধশত শিক্ষার্থী।

এসময় ‘বেতন-ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই’ হলের নিরাপত্তা নিশ্চিত করুন, ডাইনিং এর খাবারের মান বৃদ্ধি করুন, ওয়াইফাই এর স্থায়ী সমাধান চাই, হলের পরিচ্ছন্নতা নিশ্চিত করুন, ‘সাধারণ শিক্ষার্থীদের কথার কোন ভিত্তি নেই’ -হল প্রভোস্ট, প্রমূখ প্লেকার্ড ও স্লোগানে উত্তপ্ত হয় ফটক প্রাঙ্গন।

হলটির শিক্ষার্থী শাহিন আলম জানান, আমরা সাধারণ শিক্ষার্থীরা এসব সমস্যা গুলো নিয়ে বারংবার হল কতৃপক্ষের সাথে কথা বললেও দৃশ্যমান কোন সমাধান হয়নি।

এবিষয়ে হলটির ডেপুটি রেজিস্ট্রার তারিক উদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট সংযোগ ডিভাইসের মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে, এ মুহূর্তে আমাদের বাজেট সংকট থাকায় এই সমস্যার উপযুক্ত সমাধান করতে অপারগ।

এ প্রসঙ্গে হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রভোস্ট কল রিসিভ করেননি।

ঢাকা, ০৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএস//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ