
খুবি লাইভ: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পালিত হলো মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলনের পরে একটি শোভাযাত্রা বের করা হয় যেটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে অদম্য বাংলা ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন, শিক্ষকবৃন্দ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ সকল ডিসিপ্লিনের শিক্ষার্থী, হল প্রশাসন, বিভিন্ন সংগঠন ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল।
এছাড়াও অন্যান্য আয়োজনগুলোর মধ্যে রয়েছে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা।
ঢাকা, ২৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড //এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: