
খুবি লাইভ: আজ ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস। দিবসটি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে। “হেলদি ফরেস্ট ফর হেলদি পিপল’স” স্লোগানকে সামনে রেখে এ দিবস পালিত হয় ৷
সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ উপলক্ষে একটি র্যালি ক্যাম্পাসের মূল সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ভিসি বলেন, ‘বিশ্ব ও বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমরাও দিবসটি পালন করছি, আমরা আগে ফরেস্ট সংরক্ষণ করছি, কিন্ত এখন আমরা ফরেস্ট হেলথ সংরক্ষণের দিকে মনোযোগ দিচ্ছি, বাংলাদেশ সরকার বণ সংরক্ষণ নিয়ে অনেক বেশি কাজ করছেন, সরকার ২০৩০ সালের মধ্যে সংরক্ষিত সব ধরনের বন থেকে যে ফেইলিং সেটা বন্ধের জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। ’
এসময় আরো বক্তব্য রাখেন প্রো- ভিসি প্রফেসর ড. মোছা. হোসনে আরা। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড//এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: