
ইবি লাইভ: ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরণ অনশনে বসেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষের দাবিতে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এই অনশন করছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা হতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করে যাচ্ছে।
এর আগে, বেলা ১১টার দিকে তারা বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে। এসময় তাদের সঙ্গে প্রশাসন অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, যাত্রা শুরুর ৪ বছরেও স্থায়ী কোন শ্রেণিকক্ষ বরাদ্দ পায়নি বিভাগটি। বর্তমানে অস্থায়ীভাবে বরাদ্দকৃত শুধু একটি কক্ষ থাকলেও ৪টি সেশনের ক্লাস নিতে হিমশিম খাচ্ছে বিভাগটি। বিভিন্ন সময়ে শ্রেণিকক্ষ বরাদ্দের দাবি জানালে মীর মশাররফ হোসেন ভবনের চতুর্থ তলার নির্মাণকাজ শেষে সেখানে অর্ধেকাংশ বরাদ্দ দেয়ার আশ্বাস দেয় প্রশাসন। তবে এখন কক্ষগুলো দখলের জন্য আরেকটি বিভাগ থেকে সেখানে আসবাবপত্র ঢোকানো হয়েছে।
এর আগেও একই দাবিতে মানবন্ধন, উপাচার্য বরাবর স্মারকলিপি ও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে বিভাগটির শিক্ষার্থীরা। এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
ঢাকা, ২৪ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: