Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২০ ডিসেম্বার ২০২২, ০৭:৫৯

প্রশিক্ষণ কর্মশালা

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় সভাপতিদের অংশগ্রহণে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় প্রশাসন ভবনের ৩য় তলায় ‘আইকিউএসি’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। এপিএ টিমের আহ্বায়ক প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মামুনুর রহমান সহ অন্যান্যরা।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান ও রিসোর্স পারসন ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনোভেশন টিমের সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) আলমগীর হোসেন খান।

এরআগে, উদ্বোধনী বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ভিসি বলেন, ‘জিনের পরিবর্তন-নিষ্ক্রিয়করণ ঘটিয়ে রোগীকে বাঁচানোর জন্য চিকিৎসাবিদ্যায় এর ব্যবহারিক প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু আমরা এখনও কম্পিউটারের জ্ঞান ঠিকমতো রপ্ত করতে পারিনি। ডিজিটাল বাংলাদেশের মোটামুটি স্বাদ আমরা পেতে শুরু করেছি এবং স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে চলেছি। এজন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। পরবর্তী প্রজন্মের মাঝে উপলব্ধি জাগাতে হবে। বড় কথা, আমি যন্ত্রের উপর আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। যুগের উপযোগী হিসাবে সময়ের সঙ্গে বেঁচে থাকব, মনুষ্য সমাজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।’

ঢাকা, ১৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ