Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি শাপলা ফোরামের নেতৃত্বে ড. মামুন, ড. মাহবুবর

প্রকাশিত: ৬ ডিসেম্বার ২০২২, ০৫:২৫

ড. মামুন, ড. মাহবুবর: ফাইল ছবি

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান মনোনীত হয়েছেন।

সোমবার (৫ ডিসেম্বর) এ কমিটি গঠিত হয়। কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর আহ্বায়ক প্রফেসর ড. দেবাশীষ শর্মা এ তথ্য জানিয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীন, যুগ্ম-সাধারণ সম্পাদক গণিত বিভাগের প্রফেসর ড. আনিছুর রহমান ও কোষাধ্যক্ষ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ইব্রাহিম আব্দুল্লাহ।

এছাড়া কার্যনিবাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান, প্রফেসর ড. রবিউল ইসলাম, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. আতিকুর রহমান, এ্যাসোসিয়েট প্রফেসর ড. শাহেদ আহমেদ, এ্যাসোসিয়েট প্রফেসর ড. সাদেক আলী, এ্যাসোসিয়েট প্রফেসর জয়শ্রী সেন ও এ্যাসোসিয়েট প্রফেসর ড. হোসাইন মো. ফারুকী।

নব-মনোনীত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘সংখ্যাগরিষ্টতাকে বিবেচনায় না নিয়ে নির্বাচিত ১৫ জনের মধ্যে পদবিন্যাস করা হয়েছে। সকলের সহযোগিতায় সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আদর্শিক কর্মকান্ড এগিয়ে নেওয়া আমার মুল লক্ষ্য।’

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন এটি। সকলের সহযোগিতায় এগিয়ে নিতে চাই এটাই আমার প্রত্যাশা।’

ঢাকা, ০৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ