Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি: ‘ডিজিটালাইজেশন আমার প্রাণের দাবি’

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০২২, ০৯:২৪

ইবি: ‘ডিজিটালাইজেশন আমার প্রাণের দাবি’

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ডিজিটালাইজেশন আমার প্রাণের দাবি। প্রত্যেকটা ছাত্রের জন্য একটা ডিজিটাল আইডি কার্ড থাকবে। যেটা ব্যবহার করে যেকোনো জায়গায় বসে একজন শিক্ষার্থী টাকা পরিশোধ করে তার সকল কাগজপত্র উত্তোলন করতে পারবে।’

৪৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি সাংবাদিকদের সাথে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় প্রশাসন ভবনের সভাকক্ষে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’ সহ অন্যান্য সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে শুধু মুখে স্বীকারোক্তি দিয়ে নয় বরং অন্তর দিয়ে ভালোবাসতে হবে। বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে ডিজিটাল হচ্ছে তা দেখার মতো। তাহলে আমরা কেনো প্রযুক্তিতে পিছিয়ে থাকবো। আমরা আমাদের সকল কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় আনার জন্য সর্বাত্বক চেষ্টা করবো।’

সাংবাদিকদের উত্থাপিত বিশ্ববিদ্যালয়ে বিরাজমান সমস্যাগুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এসব কথা বলেন। এছাড়া তিনি সমাবর্তন, আবাসন সংকট, মাদকমুক্ত ক্যাম্পাস, ডিজিটালাইজেশন, ডিজিটাল আইডি কার্ড, বিশুদ্ধ পানির ব্যবস্থা, মেডিকেল সেন্টারের ইকুয়েপমেন্টের পর্যাপ্ততা নিশ্চিতকরণসহ বিভিন্নদিক নিয়ে আলোচনা করেছেন। এসময় সকল অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের স্বাগত বক্তব্যে এসময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রেস প্রশাসক ড. মোঃ সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নওয়াব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার মাসুম, সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সহ-সভাপতি রুমি নোমান, আহসান নাঈম প্রমুখ।

ঢাকা, ২২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ