Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যবিপ্রবিতে ভর্তির সুযোগ পেলেন এক পায়ে লেখা সেই তামান্না

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০২২, ০৬:৪৯

তামান্না আক্তার নূরা

যবিপ্রবি লাইভ: বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এক পা দিয়ে লেখা আলোচিত সেই তামান্নার। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

সম্প্রতি যবিপ্রবির কোটার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নাম এসেছে তামান্নার। আগামী ২০ নভেম্বর পর্যন্ত তিনি যবিপ্রবিতে ভর্তি হতে পারবেন।

ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তামান্না ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আমি অনেক আনন্দিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া।’

উল্লেখ্য, জন্ম থেকেই প্রতিবন্ধী তামান্না আক্তার নূরার এক পা-ই সম্বল। এক পা দিয়ে লিখেই ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন তামান্না। বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিট থেকে ৪৮.২৫ মার্ক পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কোটার ফলাফল দিলে ১৯তম হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন।

তামান্না’র গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার আলীপুরে। এর আগে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে মোট চারটি বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন।

ঢাকা, ১৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এটিএম//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ