Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে হলের খাবারে মিলল পোকা, বমি করলেন শিক্ষার্থী

প্রকাশিত: ৮ নভেম্বার ২০২২, ০৪:৫০

ইবিতে হলের খাবারে মিলল পোকা

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে এক শিক্ষার্থীর দুপুরের খাবারে মিলেছে পোকা। সোমবার (৭ নভেম্বর) দুপুরে হলের ডাইনিংয়ে খেতে গিয়ে তরকারিতে পোকা পেয়েছেন তিনি। এসময় তিনি খাবার রেখে বমি করতে করতে ডাইনিং থেকে বেরিয়ে যান। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, আবাসিক হলগুলোর খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও বিষয়টির কোনো সুরাহা মেলেনি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে বারবার আলোচনায় বসলেও শুধু আশ্বাসেই ক্ষ্যান্ত থাকতে হয়েছে শিক্ষার্থীদের। হলের খাবারে প্রায়শই বিভিন্ন পোকা-মাকড় পাওয়ার অভিযোগ রয়েছে। প্রতিনিয়তই তরকারিতে পোকা, ভাতের মধ্যে পোকা, আধাকাচা সবজি, খাবারে মাছি, মাছে আঁশটে গন্ধ নিত্য নৈমিত্তিক ব্যাপার।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মুনতাকিম রহমান বলেন, ‘হলের খাবারের দাম বাড়ানো হলেও মান প্রতিনিয়তই নিকৃষ্টতর হয়ে যাচ্ছে। হলের খাবারে পুষ্টিতো নেই, উল্টো এগুলো খেয়ে নানাবিধ শারীরিক দুর্বলতাসহ নানা অসুস্থতা দেখা দেয়। তারপরেও আর্থিক সমস্যার কারণে আমাদেরকে এসব খাবার খেয়েই দিন পার করতে হয়।’

খাবারে পোকা পাওয়ার বিষয়ে জানতে চাইলে লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার শাবু চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভালোভাবে খাবার দেওয়ার চেষ্টা করি। তবে অনেক সময় অসাবধানতাবশত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।’

খাবারের মান কেন বৃদ্ধি পাচ্ছে না? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি শিক্ষার্থীর জন্য মাসে ১০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। যা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তুলনায় অনেক কম। কর্তৃপক্ষ ভর্তুকি না বাড়ালে আমরাও সেভাবে কিছু করতে পারছি না।’ এদিকে ডাইনিং ম্যানেজাররা বাজার থেকে খারাপ সবজি স্বল্প মূল্যে ক্রয় করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘আমরা স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনের জন্য ডাইনিং ম্যানেজারদেরকে বারবার নোটিশ করেছি। এ বিষয়ে তাদের আগেও অনেকবার সতর্ক করা হয়েছে।’

এর আগে, গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের ডাইনিংয়ে রাতের খাবারের পোকা পাওয়ার অভিযোগ উঠে। এতে রাত সাড়ে আটটার দিকে হলের ডাইনিংয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। গত মে মাসে শহীদ জিয়াউর রহমান হলের খাবারে এক শিক্ষার্থী তেলাপোকা পেয়েছেন। একইমাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এক শিক্ষার্থী খাবারে পোকা পেয়েছেন বলে জানিয়েছেন।

ঢাকা, ০৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ