Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ওবিই কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বার ২০২২, ০১:৩৯

ইবিতে ওবিই কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যান্সুরেন্স সেলের (আই কিউ এ সি) সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘মিশন ও ভিশনকে সামনে রেখে আমাদের অবজেকটিভ নির্ধারণ করতে হবে এবং অবজেকটিভ সফল করার জন্য সঠিক ইনপুটগুলো প্রস্তুত রাখতে হবে।’

এসময় তিনি আরো বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারে এমন শিক্ষার্থী তৈরি করতে হবে। শিক্ষাশেষে শিক্ষার্থীরা কোথায় যাবেন তা মাথায় রেখে ওবিই কারিকুলাম প্রস্তুত করতে হবে।’ শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এমনভাবে নেতৃত্ব দিবেন যেন আলোকিত শিক্ষার্থী তৈরি হতে পারে, যারা বিশ্বসমাজকে সামনের দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিবে।’

আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মহব্বত হোসেনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দীন। ধর্মতত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিআইটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ