Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি ভিসির পিএসের অফিস ভাঙচুর, হেনস্তার অভিযোগ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বার ২০২২, ২১:২২

ইবি ভিসির পিএসের অফিস ভাঙচুর

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বিরুদ্ধে ভিসির ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ুব আলীকে হেনস্তা, মারধরের চেষ্টা ও অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। পরে তিনি দুইজনের সহায়তায় রেজিস্ট্রারের অফিসে গিয়ে আশ্রয় নেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব আলীর শনিবার দুপুরের খাওয়া শেষ হলে ১৫-২০ জন অস্থায়ী কর্মচারী তার অফিসে আসেন। তারা তাদের ফাইল ভিসির কাছে পৌঁছানোর ব্যাপারে আইয়ুব আলীর কাছে জানতে চান। এসময় পিএস ও অস্থায়ী কর্মকর্তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা আইয়ুব আলীকে মারধরের চেষ্টা ও অফিস ভাংচুর করেন। পরে একজন আইয়ুব আলীকে অফিস থেকে বের করে রেজিস্ট্রার অফিসে নিয়ে যান। এরপর কর্মকর্তারা নিচে নেমে প্রশাসন ভবনের সামনে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

এসময় অস্থায়ী কর্মচারীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী করণের আন্দোলন করে আসছি। আমরা পিএস এর কাছে জানতে চাচ্ছিলাম, সেই ফাইল ভিসির কাছে পৌঁছেছে কিনা। তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না।’

মারধরের চেষ্টা ও ভাংচুরের বিষয়ে জানতে চাইলে তারা ক্যাম্পাসলাইভকে বলেন, ‘এই বিষয়টি আমরা জানি না। আমরা কোনো অপ্রিতীকর ঘটনা ঘটাইনি। কে বা কারা এটি ঘটিয়েছে আমরা জানিনা।’

সরেজমিনে দেখা যায়, ভিসির পিএস আইয়ুব আলীর অফিসের চেয়ার টেবিল ভাঙচুর এবং টেবিলে রাখা বিভিন্ন ফাইলসমূহ এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। টেবিলের গ্লাস ভাঙা ও টেলিফোন লাইনের উপর পানি জমে আছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। সমিতির সভাপতি এমদাদুল হক বলেন, ‘যারা এই কাজটি করেছে তাদের তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

ভুক্তভোগী আইয়ুব আলী ক্যাম্পাসলাইভকে জানান, ‘একজন কর্মকর্তাসহ আমি অফিসে ছিলাম। এসময় অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি টিটো মিজান ও সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দারের নেতৃত্বে ১৫-২০ জন ভেতরে এসে তাদের ফাইল সম্পর্কে জিজ্ঞেস করে। তখন আমি বলি, এ বিষয়ে কিছুই জানি না। এ কথা শোনা মাত্রই তারা আমার ওপর চড়াও হয় এবং নানাভাবে আমাকে হেনস্তা করে। একজন আমাকে নিরাপত্তা দিয়ে বের করে রেজিস্ট্রার অফিসে নিয়ে আসে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম ক্যাম্পাসলাইভকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসে হামলা করেছে একটি অপশক্তি। এই অপশক্তিকে আমাদের সকলে মিলে রুখতে হবে। তারা শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমরা বিষয়টিকে কোনো ভাবেই ছাড় দিবো না।’

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ