Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বন্ধুত্বের স্মৃতিচারণে ইবিতে পিঠা উৎসব

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার ২০২২, ০৭:৫৩

বন্ধুত্বের স্মৃতিচারণে ইবিতে পিঠা উৎসব

ইবি লাইভ: পাঁচ বছরের শিশু রাতুল ভিড়ের মাঝে আনমনে পিঠা খাচ্ছে। পাশেই বসে আছে তার মা ও বড় বোন। আশেপাশের চেয়ারগুলোতে মায়ের বন্ধু-বান্ধবীরা গল্পে গল্পে যেন ফিরে গেছেন ২৩ বছর আগের কোনো দিনে। তারা সবাই একসাথে পড়াশোনা করতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে। আগামীকাল বিভাগের পুনর্মিলনীকে কেন্দ্র করে আজ বিকালে ইবির জিমনেসিয়ামের সামনে পিঠা উৎসবের আয়োজন করে বিভাগটির ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।


পিঠা উৎসবে সকলের সরব উপস্থিতি দেখে মনে হচ্ছে, এ যেন গ্রামীণ ঐতিহ্যবাহী কোনো মেলা। যেখানে নেই কোনো বয়স, ধর্ম, বর্ণের পার্থক্য। সকলে যেন মেতে উঠেছে আদিম আনন্দে। কেউ পিঠা খাচ্ছে কেউবা আবার বন্ধু-বান্ধবীর সাথে চায়ের আড্ডায় মেতে উঠেছে। একপাশে পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মাঝবয়সী কয়েকজন। গরম গরম পিঠা খাওয়ার অপেক্ষায় ভিড় জমেছে তাদের চারপাশে।

পুরানো বন্ধুবান্ধবীদের সাথে দীর্ঘদিন পরে দেখা হওয়ার আনন্দ সবার চোখে মুখে ফুটে উঠেছে। কারো আবার একই বেঞ্চে বসা সবচেয়ে কাছের বন্ধুটির সাথে দেখা হয়েছে ৩০ বছর পরে। আজ এমনই শত শত ঘটনার সাক্ষী হলো ইবির জিমনেসিয়াম প্রাঙ্গণ।

বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আসাদুর রহমান বলেন, ‘আমাদের সময় ক্যাম্পাসটা উদ্বোধন হয়। মাত্র একটা একাডেমিক বিল্ডিং, সাদ্দাম হল ও জিয়াউর রহমান হল নিয়ে ক্যাম্পাস ছিল একেবারে মরুভূমির মতো। আজ ৩০ বছর পরে এসে ক্যাম্পাসে এই সবুজের সমারোহ দেখে মন খুবই উৎফুল্ল।’

পিঠা উৎসবের আয়োজন করা হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘এটা আমাদের মিলনমেলা। আমাদের মূল উদ্দেশ্য সবার সাথে পরিচিত হয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা। আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকির হোসেন বলেন, ‘আগামীকাল আমাদের মূল অনুষ্ঠান কিন্তু তার আগেই সম্পূর্ণ বাঙালিয়ানায় আজকে আমাদের ইনফরমাল গ্যাদারিং। বাঙালির ঐতিহ্যবাহী খাবার জিলাপি, পিঠা, পুরি, সিঙ্গারা, চা সবকিছু মিলিয়ে অনুষ্ঠান অনেক সুন্দর জমে উঠেছে। এখানে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও মিলিত হয়ে অনুষ্ঠানকে অনন্য মাত্রা দিয়েছে।’

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন’র (এএএ) উদ্যোগে আগামীকাল ১ম বারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ।


ঢাকা, ১৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ