Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে ইবি শিক্ষার্থীর স্বর্ণপদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বার ২০২২, ০২:০০

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে ইবি শিক্ষার্থীর স্বর্ণপদক

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ২০২২ এর উদ্বোধনী ম্যারাথনে প্রথম হয়ে স্বর্ণ পদক অর্জন করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ- পরিচালক আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকার হাতিরঝিল সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের ৩য় আসর উপলক্ষে অনুষ্ঠিত ১৫ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগীতায় তামান্না আক্তার প্রথম হন। এ ম্যারাথনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।

প্রতিযোগিতা শেষে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ হাসান রাসেল বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

এ বিষয়ে তামান্না আক্তার ক্যাম্পাস লাইভকে বলেন, এ পুরষ্কার পেয়ে অনেক ভাল লাগছে। পরের প্রতিযোগিতায়ও ধারাবাহিকতা ধরে রেখে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।


ঢাকা, ০৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ