Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিবিরকর্মী দাবি করে ইবিতে দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

প্রকাশিত: ৬ সেপ্টেম্বার ২০২২, ০৭:২১

শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীরা হলেন- আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জামান ও দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ইকরামুল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসে শিবিরের অবস্থানের খবর পেয়ে অনুষদ ভবনের নিচে অবস্থান নেয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা দুইজনকে মারধর করে ধাওয়া দেয়। পরে তারা অনুষদ ভবনের বিভিন্ন কক্ষে শিবিরকর্মীদের খুঁজতে থাকে। এ ছাড়া মিছিল নিয়ে প্রশাসন ভবনের ভিতরে শোডাউন করে।

ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত। মিটিং করার খবর পেয়ে তাদেরকে ধাওয়া করা হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ক্যাম্পাসলাইভকে বলেন, ‘অনুষদ ভবনের কয়েকজন শিক্ষার্থী অসৎ উদ্দেশ্য নিয়ে দলবদ্ধ ছিল। তাদেরকে শিবির সন্দেহে ধাওয়া করা হয়। কিন্তু মারধরের বিষয়ে আমার কিছু জানা নেই।’

তবে ওই শিক্ষার্থী শিবির সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে ক্যাম্পাসলাইভকে জানান, ‘ক্লাস শেষ করে মেসে যাচ্ছিলাম। এসময় সাদ্দাম হলের সামনে গেলে কয়েকজন আমাকে নাম বিভাগসহ বিভিন্ন কথা জিজ্ঞেস করে। পরে অনুষদ ভবনের দিকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আরো কয়েকজন মিলে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে আমার উপর চড়াও হয়। শিবিরের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।’

ইকারামুল বলেন, ‘আমি কোন রাজনীতির সাথে জড়িত নই। পরীক্ষা শেষে বসে গল্প করার সময় আমাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করে এবং মারধর করে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা, ০৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ