Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫ সেপ্টেম্বার ২০২২, ০৩:১২

নিরাপত্তার দাবিতে মানববন্ধন

ইবি লাইভ: সকল শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ ও আসামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে রবিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বরে এর আয়োজন করেন শিক্ষার্থীরা।

এসময় তাদের হাতে ‘আমার বোন অনিরাপত্তায় ভুগবে কেন? জবাব চাই’, ‘নিরাপত্তা শিক্ষার্থীদের অধিকার’, ‘সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন’, ‘নিরাপত্তার বুলি নয়, বাস্তবায়ন চাই’, ‘শিক্ষার্থীদের যৌন হয়রানি বন্ধ করুন’, ‘শতভাগ আবাসিক ক্যাম্পাস চাই’ সহ বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।

জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মিলন জ্যোতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি বিনয় লিন্ডা, সাধারন সম্পাদক স্বপন টপ্য। এছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক মুখলেসুর রহমান সুইট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মুস্তাকিম যুবায়ের সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা বলেন, ‘ক্যাম্পাসের বাইরের মেসগুলোতে আমাদের ছাত্রীরা কোনোভাবেই নিরাপদ নয়। তাই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সকল আদিবাসী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতার দাবি জানাচ্ছি। একই সাথে ছাত্রীর গোসলের ভিডিও ধারণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’

এরপর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি দেন তারা। এসময় তিনি বলেন, ‘অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে হলে আবাসন সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য যেসব দাবিগুলো রয়েছে আমরা আমাদের জায়গা থেকে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো।’

ঢাকা, ০৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ