Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি: ‘পশ্চিমা সংস্কৃতি আমদানিকারকরা কালচারাল টেরোরিস্ট’

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০২:০০

আদালতকে অভিবাদন জানিয়ে মানববন্ধন

ইবি লাইভ: দেশীয় মূল্যবোধ বিরোধী পোশাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বাংলাদেশের উচ্চ আদালতকে অভিবাদন জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এটি অনুষ্ঠিত হয়।

‘ভিনদেশী অপসংস্কৃতি প্রেমীরা ভিনদেশে চলে যাও’, ‘যার নাই কনমসেন্স, পোশাক দিয়ে সে তৈরি করে নুইসেন্স’, ‘দেশীয় মূল্যবোধ বিরোধী বিদেশি অপসংস্কৃতি বর্জন করো’, ‘দেশীয় সংস্কৃতি ধ্বংস করে পশ্চিমা সংস্কৃতি আমদানিকারকরা কালচারাল টেরোরিস্ট’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায় মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের হাতে।

মানববন্ধনে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শামসুত তাবরিজ বলেন, গত ১৬ই আগস্ট ২০২২ তারিখ একটি মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালত পোশাকের স্বাধীনতার নাম দিয়ে যারা পশ্চিমা অপসংস্কৃতি আমদানি করছে, তাদের বিরুদ্ধে বলেছেন। আদালত প্রশ্ন তুলে বলেছেন, “সভ্য দেশে এমন পোশাক পরে রেলস্টেশনে যাওয়া যায় কি না? কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার আছে। পোশাক সংস্কৃতির মধ্যে পড়ে না? যে সমাজে যাবেন, সে সমাজের আর্থসামাজিক অবস্থাও একটি বিষয়।”

অন্য এক শিক্ষার্থী সাঈফ আল হাসান বলেন, ‘বাক স্বাধীনতার অর্থ যেমন অন্যকে গালি দেয়া নয়, ঠিক তেমনি পোশাকের স্বাধীনতার অর্থ অন্যকে বিরক্ত করা নয়। পোশাকের স্বাধীনতার নামে এমন পোশাক পরা কখনই ঠিক না, যা পাবলিক নুইসেন্স বা গণ উৎপাত বা বিরক্তি তৈরী করে। পাবলিক নুইসেন্স এক ধরনের ক্রাইম।’

মানববন্ধনে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ নূর মিনহাজ বলেন, ‘পাবলিক প্লেসে পোশাক-স্বাধীনতার আড়ালে অনেকের মধ্যে বিপরীত লিঙ্গকে সিডিউস (যৌন প্ররোচিত) করার চেষ্টা দেখা যায়। পাবলিক প্লেসে কাউকে সেক্সুয়ালি সিডিউস করা মানসিক নির্যাতনের শামিল। একজনকে মানসিক নির্যাতনের অধিকার অবশ্যই অন্যজনকে দেয়া হয়নি।’

এছাড়াও মানববন্ধনে আব্দুল্লাহ হোসাইন, আসিবুর রহমান, ইসমাইল হুসাইন রাহাত, আরিফুর রহমান, সামদানী প্রমুখ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ