Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে স্বতন্ত্র 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২২, ০২:১৫

ইবিতে স্বতন্ত্র 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়। যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর ৪ বিভাগের ৩২০টি আসনের বিপরীতে ২০২৬ জন শিক্ষার্থীরা আবেদন করেন।

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ। এছাড়াও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, প্রক্টরিয়াল বডি, বিএনসিসির ও রোভার সদস্যরা নিয়োজিত রয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, এটি গুচ্ছের বাইরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউনিটের ভর্তি পরীক্ষা। 'ডি' পরীক্ষার স্বাভাবিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখনো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পরীক্ষা চলমান। পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য ভ্রাম্যমাণ আদালত, পুলিশ সহ প্রক্টর টিম কাজ করে যাচ্ছে।


ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিআইটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ