Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি: ‘হলে অবৈধভাবে কেউ থাকতে পারবে না’

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২২, ০৩:৩৪

মতবিনিময় সভা

ইবি লাইভ: ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে অবৈধভাবে কেউ থাকতে পারবেনা। হলে অবশ্যই শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা অবস্থান করবে। এছাড়াও মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবে প্রশাসন।’ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় ইবির প্রভোস্ট কাউন্সিলের সদস্যরা এসব কথা বলেন।

এসময় তাদের সাথে ঐকমত পোষণ করেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার (২২ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট প্রফেসর ড. আসাদুজ্জামান, লালন শাহ হল প্রভোস্ট প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. মনজুরুল হক, শেখ রাসেল হল প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রত্যেক হলের আবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি দল সভায় উপস্থিত ছিলেন। এসময় ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক আশিকুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা খাবারের নিম্নমান, সুপেয় পানির অভাব, হলে রান্নার অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার পরিবেশন সহ আবাসিক হলগুলোর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আবাসিক ছাত্রীরা তাদের জরুরী মূহুর্তে প্রয়োজনীয় জিনিসপত্র, চা-কফি সহ বিভিন্ন জিনিসের জন্য ক্যান্টিন স্থাপনের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, সুপেয় পানির ব্যবস্থার অভাব থাকায় একজন শিক্ষার্থীকে পাঁচ তলা থেকে পানির জন্য নিচে আসতে হয়, যা ভোগান্তির কারণ। এসময় তারা হলের প্রতিটি ব্লকে আলাদা আলাদা বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের দাবি জানান।

সভায় বিভিন্ন হলের প্রভোস্টরা বলেন, ‘শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আমরা পালন করার চেষ্টা করবো। কর্তৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের প্রতি আন্তরিক। হলে কোনোভাবেই অবৈধ শিক্ষার্থীরা থাকতে পারবে না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।’

সভায় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘আমরা সকলের কথা দাবিগুলো শুনেছি। প্রভোস্ট ও হল বডির সকলে বরাবরই শিক্ষার্থীবান্ধব। খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান করা হবে। এব্যাপারে সংশিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

ঢাকা, ২২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ