Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গুচ্ছ পদ্ধতির ‘খ’ ইউনিটের পরীক্ষার জন্য প্রস্তুত ইবি

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২২, ০২:১১

গুচ্ছ পদ্ধতির ‘খ’ ইউনিটের পরীক্ষার জন্য প্রস্তুত ইবি

ইবি লাইভ: আগামীকাল গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের (‘খ’ ইউনিট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬ টি একাডেমিক ভবনসহ আইআইইআর ভবন ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবি কেন্দ্রে সর্বমোট ৭ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ইউনিট সমন্বয়ক সূত্রে, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ১ হাজার ১৮ জন, অনুষদ ভবনে ১ হাজার ৩২৪ জন, রবীন্দ্র নজরুল কলা ভবনে ১ হাজার ২০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১ হাজার ১৪৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১ হাজার ২৫৮ জন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ১ হাজার ১৫৬ জন, আইআইইআর ভবনে ১৮০ জন এবং ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ২৯৬ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, পরীক্ষা শুরুর পরে কাউকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না, অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে, পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে।

‘খ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক মিয়া মো. রাসিদুজ্জামান ক্যাম্পাসলাইভকে জানান, ‘আমাদের পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সন্ধ্যার মধ্যেই আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে কোনো প্রকাশ অসঙ্গতি ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো বলে আশা করি।’

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই ‘ক’ ইউনিট (বিজ্ঞান) হতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ১৩ আগস্ট ‘খ’ ইউনিট (মানবিক) এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা প্রতিদিন দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


ঢাকা, ১২ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ