Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পবিপ্রবিতে নবাগত রোভার ও গার্ল ইন রোভারদের ওরিয়েন্টেশন

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ১১:৩৮

পবিপ্রবিতে নবাগত রোভার ও গার্ল ইন রোভারদের ওরিয়েন্টেশন

পবিপ্রবি লাইভ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) নবাগত রোভার ও গার্ল ইন রোভার স্কাউটস সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম "২০২২ অনুষ্ঠিত। বুধবার(১০ই আগস্ট) পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স রুমে বিকেল ৩ ঘটিকায় উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়।

পবিপ্রবি রোভার স্কাউটসের সম্পাদক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম,কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী,ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ আবুল বাশার।

এছাড়া আরএসএল সহকারী অধ্যাপক মাওয়া সিদ্দিকা, সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা,সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান,সহকারী অধ্যাপক অর্পিতা হাওলাদার। এছাড়াও সিনিয়র রোভার ও গার্ল ইন রোভার এবং নবাগত রোভার ও গার্ল ইন রোভার স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় তেমন কারিকুলাম আমরা এখনো সংযুক্ত করতে পারি নাই যেখানে প্রকৃত মানুষ হতে পারবে।তবে বিশ্ববিদ্যালয় তো এমন হওয়া দরকার যাতে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর একজন প্রকৃত মানুষ হবে।

রোভার স্কাউটস প্রকৃত মানুষ তৈরি করতে সহায়তা করে যাচ্ছে। আর আমরা প্রকৃত শিক্ষা দিতে পারছি না বলেই আজ বৃদ্ধাশ্রমে অনেক কে থাকতে হচ্ছে। তিনি রোভার স্কাউটসের কার্যক্রমকে সাধুবাদ জানাই।

১৯০৭ সালে রোভার স্কাউটস প্রতিষ্ঠিত হয় এবং ভারতীয় উপমহাদেশে ১৯১৪ সালে যাত্রা শুরু করে। ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে রোভার স্কাউটস যাত্রা শুরু করে। ২০১৯ সালের ২৯শে অক্টোবর রোভার স্কাউটস পবিপ্রবিতে যাত্রা শুরু করে।


ঢাকা, ১০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ