Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি শিরিনা খাতুন

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২২, ০৭:১৭

নতুন সভাপতি শিরিনা খাতুন

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা খাতুন। শনিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ আগস্ট) সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুনের সভাপতির মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) এর ধারা অনুযায়ী জেষ্ঠ্যতার ভিত্তিতে পরবর্তী সভাপতি হিসেবে শিরিনা খাতুনকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী তিন বছর তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।

নতুন সভাপতি শিরিনা খাতুন ক্যাম্পাসলাইভকে বলেন, ‘দায়িত্ব পেলে কর্মপরিধি বেড়ে যায়। একজন শিক্ষক হিসেবে যেমনটি ছিলাম এখন সভাপতি হিসেবে দায়িত্বের মাত্রাটা অনেকটাই বেড়ে গেছে। সাবেক সভাপতি বিভাগকে সুন্দরভাবে এগিয়ে নিয়েছে। আমার মেধা ও শ্রম দিয়ে কাজ করে সেই গতিধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

ঢাকা, ০৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ