Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্বপ্ন পূরণের আশা ভর্তিচ্ছুদের

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ০৮:১৩

ভর্তি পরীক্ষা

ইবি লাইভ: ‘স্বপ্ন পূরনের আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। আশা করি পরীক্ষা দিয়ে ভালো ফলাফলের মাধ্যমে পিতামাতার মুখে হাসি ফোটাতে পারবো।’ এমন কথা বলছিলেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থী। চোখে স্বপ্ন আর বুকে আশা নিয়ে একঝাঁক তরুণ-তরুণী সামনে এগিয়ে যাচ্ছে ধীরগতিতে। কিছুক্ষণ পরেই শুরু হবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নিজের জায়গা করে নেওয়ার লড়াই।

শনিবার (৩০ জুলাই) সকাল ১০ টার দিকে এমন দৃশ্য চোখে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। জানা যায়, আজ সারা দেশে একযোগে বেলা ১২ টায় গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের (‘এ’ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিতায় ইবিতে মোট চারটি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষদ ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া ভবন ও মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন।

আজ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে গুচ্ছে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন ইবি কেন্দ্রে ৪ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৩ জন। যা মোট শিক্ষার্থীর প্রায় ৯৬ শতাংশ।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে বলেন, ‘প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে, পরীক্ষা ভালো দিয়েছি। কিন্তু ম্যাথগুলো একটু জটিল ছিল। তারপরও আশা রাখছি, বাকিটা আল্লাহ ভরসা।’

সুজয়া রানী নামের অপর এক পরীক্ষার্থী ক্যাম্পাসলাইভকে জানান, ‘পরীক্ষার প্রশ্ন মোটামুটি কঠিন ছিল, তারপরও সবমিলিয়ে পরীক্ষা ভালো দিয়েছি। কিন্তু পরীক্ষার হলে কোনো ঘড়ি ছিল না, যার জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে।’

পরীক্ষার হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আমরা আমাদের সাধ্যের ভেতর সকল প্রস্তুতি গ্রহন করেছি। আমরা চেষ্টা করেছি যাতে পরীক্ষা নির্বিঘ্নে হয়। আমরা গতকাল থেকে সকল বিষয় তদারকি করে আসছি।’

ঢাকা, ৩০ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ