Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গুচ্ছ ভর্তি পরীক্ষার নীতিমালা মানছে না ইবি

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ২২:৩৬

গুচ্ছ ভর্তি পরীক্ষা

ইবি লাইভ: গুচ্ছ ভর্তি পরীক্ষার নীতিমালা না মানার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে। শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ গুচ্ছের অন্তর্ভুক্ত বিশেষায়িত বিভাগ হওয়া সত্ত্বেও আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী, GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বিশেষায়িত বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার জন্য প্রথমে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে বিশেষায়িত এসব বিষয়ে ভর্তির জন্য স্ব স্ব বিশ্ববিদ্যালয় তাদের শর্ত মোতাবেক পৃথক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কিন্তু, শারিরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ গুচ্ছের নীতিমালা না মেনেই পরীক্ষা শেষ হওয়ার আগেই তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে আবেদনের সময়সীমা আগামী ১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা হবে আগামী ২৮ আগস্ট। এই বিভাগে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও আলাদা পরীক্ষা দিতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১ ঘন্টায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। নাম্বার বন্টনের ক্ষেত্রে বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫ ও সাধারণজ্ঞানে ৩০ নম্বর থাকবে। এছাড়া, বিকেএসপি সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০% বিশেষ কোটা সুবিধা থাকবে এবং তাদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষার পাশ নাম্বার হবে ২০। যার বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের পাশ নাম্বার রাখা হয়েছে ৪০।

জানা যায়, শিক্ষকদের ১২৩ তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের আলোচনায় এ বিষয়ে বিরুদ্ধে কথা তোলেন শিক্ষকরা। গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ইবিতে বিশেষায়িত বিষয় রয়েছে চারুকলা, ফোকলোর স্টাডিজ এবং শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান।

এদিকে, প্রথমধাপে গুচ্ছে আবেদন করতে শিক্ষার্থীদের গুনতে হয় ১৫৩০ টাকা। পরবর্তী ধাপে ইবির শারিরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অতিরিক্ত ১০০০ টাকা গুনতে হবে। যা সম্পূর্ণ অনিয়ম বলে দাবি করেছেন সচেতন শিক্ষকরা।

উল্লেখ্য, শারিরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ ইবির বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। বিজ্ঞান অনুষদের বিভাগ হওয়া সত্ত্বেও এই বিভাগে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। যা সাধারণত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মানবিক বিভাগের বিষয় হয়ে থাকে। এ বিষয় নিয়েও একাডেমিক কাউন্সিলে প্রশ্ন তোলেন শিক্ষকরা।

এ বিষয়ে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান ক্যাম্পাসলাইভকে বলেন, “একাডেমিক কাউন্সিলে এটা নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে রেজিস্ট্রারকে ফোন দিতে হবে। আমি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি। আমি চেয়ারম্যান কিন্তু বিজ্ঞপ্তি গেছে রেজিস্ট্রারের স্বাক্ষরে এবং গতকালকে একাডেমিক কাউন্সিলে এটা নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং সে ব্যাপারে কিছু যদি জানতে হয় তাহলে রেজিস্ট্রারকে ফোন দিতে হবে।”

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান ক্যাম্পাসলাইভকে জানান, ‘আমার কাছে মনে হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে এটা সাংঘর্ষিক। কারণ, একজন শিক্ষার্থীকে একই সাবজেক্টের জন্য একাধিক জায়গায় পরীক্ষা দিতে হচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ক্যাম্পাসলাইভকে বলেন, ‘যেভাবে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত হয়েছে সেভাবেই জানানো হয়েছে। এটা একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছে। যেহেতু এটা কেন্দ্রীয় ভর্তি কমিটিতে, গুচ্ছ পদ্ধতির কাছ থেকে এরা অনুমোদন নিয়েছে। যশোরে ঐভাবেই করে, যশোরের অনুকরণে করা হয়েছে। আগামীতে হয়তো গুচ্ছ পদ্ধতিতে ইনক্লুড হবে।’

ঢাকা, ২৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ