Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৭:০৬

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি লাইভ: গুচ্ছ ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান।

মতবিনিময় সভা সূত্রে জানা যায়, প্রতিবারের মতো এবারো ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ক্যাম্পাস পরিষ্কারের কাজ চলছে। বিভিন্ন হলের অপরিষ্কার জায়গা, রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গার অতিরিক্ত ঘাস ও আগাছা পরিষ্কার করা হচ্ছে। বিভিন্ন গাছে রঙ দিয়ে আকর্ষনীয় করা হচ্ছে। অভিভাবকদের বসার ব্যবস্থা করা হবে ইবি থানা গেটের সামনে। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি'র দায়িত্বে থাকা উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মজুমদার ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আমরা সবসময় যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত থাকি। ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের সপ্তাহে দুইদিন করে প্রশিক্ষণ হচ্ছে। সবমিলিয়ে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী ক্যাম্পাসলাইভকে জানান, ‘অন্যান্য বছরের মতো এবারও ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগত পরীক্ষার্থীদের যেন কোন ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে। বরাবরের মতো এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।’

ভর্তি পরীক্ষার বিষয়ে মতবিনিময় সভায় প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিরাপত্তা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় কেউ যাতে কোনো ধরনের অনিয়ম করতে না পারে সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

ঢাকা, ২৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ