Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যবিপ্রবি'র জিনোম সেন্টারে করোনা শনাক্তের হার ২৯ শতাংশ

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৩:০৮

যবিপ্রবি'র জিনোম সেন্টার

যবিপ্রবি লাইভ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ শতাংশ। যা পূর্বের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার ঘোষিত করোনা টেস্টের ফলাফলের এ তথ্য জানিয়েছেন।

ল্যাব সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফলের মধ্যে যশোরের ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে। বাকি ২৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ শনাক্তের হার দাঁড়ায় ২৯ শতাংশ।

জিনোম সেন্টার কর্তৃপক্ষ আরো জানান, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের মাধ্যমে জানা যাবে বলে।

উল্লেখ্য যে, যবিপ্রবি জিনোম সেন্টার এই করোনা পরিস্থিতির শুরু থেকেই কোভিড-১৯ পরীক্ষা করে আসছে। বর্তমানে শনাক্তের হার ক্রমশ হ্রাস পেতে শুরু করেছে, সাথে সাথে নমুনার সংখ্যাও কমেছে।

ঢাকা, ২১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এটিএম//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ