Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ছুটির আগেই হল বন্ধের ঘোষণা, পুনর্বিবেচনার দাবি

প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০৫:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি লাইভ: পবিত্র ঈদ-উল-আজহার ছুটি শুরুর দুইদিন আগেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হল বন্ধের সময় রুটিন অনুযায়ী কয়েকটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা থাকায় তারা বিপাকে পড়েছেন। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। হল বন্ধের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, আগামী ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও ২ থেকে ১৩ জুলাই পর্যন্ত দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে আগামী ৩০ জুন সকাল ১০টা থেকে ১৫ জুলাই সকাল ১০টা পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

জানা গেছে, আগামী ৩০ জুলাই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের, লোক প্রশাসন বিভাগের স্নাতোকোত্তর ২০২০-২১ সহ বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা রয়েছে। এর মাঝেই হল বন্ধের নোটিসে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। হঠাৎ ছুটি ঘোষণায় টিকিট করা নিয়েও ঝামেলার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এছাড়া দীর্ঘদিন হল বন্ধে স্নাতক ও স্নাতোকোত্তরের শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছেন।

এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থী সাব্বির হোসেন ক্যাম্পাসলাইভকে বলেন, ‘এইটা কি শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত হলো? অনেকের পরীক্ষা ঈদের পর, টিউশন আছে, অনেকে চাকরীর প্রস্তুতি নিচ্ছে, এইসব বিবেচনায় না নিয়ে ২ দিন আগে কিভাবে হল বন্ধ করতে পারে। এইটা কি মেনে নেয়া যায়?’ মাহমুদুর রহমান বলেন, ‘এ ধরনের অযৌক্তিক নোটিশের বিরুদ্ধে দাবি আদায় করতে রাস্তায় নামতে হবে, দল মত নির্বিশেষ।’

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফাহিম মুসাদ্দিক ক্যাম্পাসলাইভকে জানান, ‘৩০ জুন আমাদের পরীক্ষা থাকা স্বত্বেও হল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি। যারা হলে অবস্থান করে তারা ওই সময়টায় কোথায় থাকবে? প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তকে আমি সমীচিন বলে মনে করি না।’

স্নাতক শেষ হওয়া সাদিক নামে এক শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে বলেন, ‘ক্যাম্পাস বন্ধ হলেই হলও বন্ধ করে দেওয়া হয়। এতে করে আমাদের চাকরির প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। লম্বা ছুটিতেও দীর্ঘদিন হল বন্ধ থাকা উচিত নয়।’

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী ক্যাম্পাসলাইভকে জানান, ‘প্রভোস্ট কাউন্সিলের সভায় সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের কাছে বিষয়টি সমীচিন মনে হয়েছে।’

ঢাকা, ২৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ