teletalk.com.bd
thecitybank.com
[email protected] ঢাকা | বুধবার, ৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

ইবির নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

Md Akramuzzaman | প্রকাশিত: ২৩ জুন ২০২২ ১৬:৩৫

প্রকাশিত: ২৩ জুন ২০২২ ১৬:৩৫

নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা সমিতির সভাপতি ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড.আরমীন খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা আইসিটি বিভাগের অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্মন।

অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী জেলা সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আইন ও ভূমি ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিকুল ইসলাম সাদিক ও এইচআরএম বিভাগের শিক্ষার্থী কনা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণদের ক্রেস্ট প্রদাণ করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দুপুরে প্রীতিভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

ঢাকা, ২৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: