Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির পকেট গেটের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ২১:৩৩

ইবির পকেট গেট

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন চক্রাকার পকেট গেটটি বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। অন্তত তিন-চার দিন ধরে এমন অবস্থা থাকলেও কর্তৃপক্ষের নজরে আসেনি বলে অভিযোগ করেছেন তারা। এদিকে আগামী দুইদিন বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্পাস বন্ধ থাকায় শনিবার গেটটি ঠিক করা বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়ার আশেপাশে মেসগুলোতে অবস্থান করেন। এছাড়া বিভিন্ন কাজে শিক্ষার্থীরা শেখপাড়া বাজারে যাতায়াত করেন। এসব শিক্ষার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন চক্রাকার পকেট গেটটি ব্যবহার করে থাকেন।

দেওয়াল টপকে পার হচ্ছেন শিক্ষার্থীরা

সেই গেটটি অন্তত গত তিনদিন ধরে পারাপার হতে গেলে জোরে ধাক্কা দিয়ে খুলতে হচ্ছে। অনেক শিক্ষার্থী দেওয়াল টপকেও পার হচ্ছেন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। গেটটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করছেন তারা।

শেখপাড়া বাজারের পাশে এক মেসে অবস্থানকারী স্যোশাল ওয়েলফেয়ার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইনামুল হক বলেন, বঙ্গবন্ধু হল সংলগ্ন পকেট গেটটি দিয়েই মেসে যাতায়াত করি। তিন-চারদিন ধরে গেটটির এরকম দশার কারণে চরম ভোগান্তি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহীদ উদ্দীন মো. তারেক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। বেয়ারিংয়ে সমস্যা থাকার কারণে হয়তো গেটটির এমন অবস্থা হয়েছে। আগামী দুইদিন (বৃহস্পতিবার ও শুক্রবার) তো ক্যাম্পাস বন্ধ। শনিবারে দেখে তারপর ঠিক করা হবে।

ঢাকা, ১৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ