Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির ছাত্রীহলে চুরি নিয়ে লুকোচুরি

প্রকাশিত: ৭ জুন ২০২২, ০৪:৪২

দেশরত্ম শেখ হাসিনা হল

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ম শেখ হাসিনা হলে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে হলের ১১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। চুরির বিষয়টি হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম জানিয়েছেন।

জানালার পাশে থাকা ব্যাগ থেকে বাইরে থেকে অজ্ঞাত এক যুবক টাকা চুরি করেছে বলে ধারণা শিক্ষার্থীদের। এ ঘটনায় ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে হলের আবাসিক শিক্ষার্থীদের বিষয়টি বাইরে বলতে নিষেধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার আনুমানিক ভোর সাড়ে ৪ টার দিকে হলটির দক্ষিণ ব্লকের ২০৯ কক্ষের এক ছাত্রীর জানালা ধরে টানাটানি করছিল আনুমানিক ২০-২২ বছরের এক যুবক। শব্দ শুনে ওই শিক্ষার্থীর ঘুম ভেঙে গেলে তিনি আঁতকে উঠেন। এতে করে ওই যুবক বুঝতে পেরে পালিয়ে যায়। হলের প্রাচীরের ভাঙা একটি অংশ দিয়ে ঢুকে জানালা ও দেওয়াল বেয়ে চোর উপরে উঠেছে বলে ধারণা শিক্ষার্থীদের। ওই দেওয়ালে সকালে পায়ের ছাপও দেখা গেছে।

আবাসিক ছাত্রীরা ও হল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে হলটির একই ব্লকের ১১০ নং হলটির ১১০ নং কক্ষের আবাসিক ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাস্টার্সের এক ছাত্রীর ১ হাজার ৬শ’ টাকা হারিয়েছে বলে অন্য আবাসিক ছাত্রীদের জানান। পরে বিষয়টি জানাজানি হলে একই ব্লকের ২০৯ নং কক্ষের ওই আবাসিক ছাত্রী এক যুবককে দেওয়াল বেয়ে নামতে দেখার কথা জানান। ভূক্তভোগী ছাত্রীর ব্যাগ জানালার পাশেই রাখতেন। একইসাথে জানালাটি খোলাও ছিল। সেই জানালা দিয়ে ওই যুবক টাকা চুরি করেছে বলে ধারণা করছেন আবাসিক ছাত্রীরা।

ভূক্তভোগী ওই ছাত্রী ক্যাম্পাসলাইভকে জানান, প্রতিদিনের মত আজকেও সকাল সাড়ে ৫ টার দিকে বান্ধবীদের সাথে সকালে হাটতে বের হয়েছিলাম। আটটার দিকে রুমে আসার পর দেখি ব্যাগ থেকে ১৬০০ টাকা উধাও। প্রথমে ভেবেছিলাম হয়তো হলের কেউ নিয়ে থাকবে। পরে ২০৯ নং রুমের এক জুনিয়র এসে এক যুবককে দেওয়াল বেয়ে নামতে দেখার কথা জানালো। প্রভোস্টকে বিষয়টি সকালে জানালেও এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি। এরকম ঘটনায় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম ক্যাম্পাসলাইভকে বলেন, ঘটনাটি শোনার পর প্রক্টরিয়াল বডিকে জানিয়েছি। সিটিটিভি ফুটেজ দেখলে বুঝতে পারবো কি অবস্থা। বিশ্ববিদ্যালয় খোলার পর (১১ মে) ওই ছাত্রীর সাথে কথা বলে বিষয়টি দেখবো।

ঢাকা, ০৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ