Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''যৌন নিপীড়ন প্রতিরোধে মানসিকতার পরিবর্তন প্রয়োজন''

প্রকাশিত: ৩০ মে ২০২২, ২২:৩৯

সচেতনতামূলক আলোচনা সভা

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেছেন, যৌন নিপীড়ন প্রতিরোধে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমভাবে দেখার এবং শ্রদ্ধার জন্য যে শিক্ষাটা দরকার তা প্রথমত পরিবার থেকেই আসে। এক্ষেত্রে পারিবারিক শিক্ষাই সব থেকে বেশি প্রভাব ফেলে।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে আয়োজিত যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটির যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযানের অংশ হিসেবে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত শিক্ষার্থীরা

অভিযোগ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় সভায় সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও ড. মুর্শিদ আলম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম ও মমতাজ আরা বেগম, অভিযোগ কমিটির সদস্যরাসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা (এপিএ) ড. নওয়াব আলী। সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান।

ঢাকা, ৩০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ