Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
টেন্ডার জালিয়াতি ও উন্নয়ন কাজ সম্পুর্ণ না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

যবিপ্রবির সাবেক প্রধান প্রকৌশলীর দুর্নীতির তদন্তে দুদক

প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৫:১৩

হেলাল উদ্দিন পাটোয়ারী ও প্রজ্ঞাপন

যবিপ্রবি লাইভ: টেন্ডার জালিয়াতি ও উন্নয়ন কাজ সম্পুর্ণ না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। এদিকে তার বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৯ মে (সোমবার) দুদকের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন কে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপনে জারি করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যলয় যশোর।

উক্ত প্রজ্ঞাপনে আগামীকাল, (১৬ মে) সকাল দশ ঘটিকার মধ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন এর নিকট নিম্নলিখিত কাগজপত্র সরবরাহ করার জন্য বলা হয়েছে।

১) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র একাডেমিক ভবন, বীর প্রতীক তারামন বিবি হল, ওয়ার্কশপ, ১৬০০ কেভিএ সাব স্টেশন নির্মাণ, হ্যাচারী নির্মাণ ও জিমনেশিয়াম কাজের প্লান,ডিজাইন, টেন্ডার কমিটি, দরপত্র বিজ্ঞপ্তি, সি এস, নোটিফিকেশন অব এওয়ার্ড, ঠিকাচুক্তি, কার্যাদেশ বিল ভাউচারাদিসহ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং এ কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও পদবীসহ বর্তমান কর্মস্থল।

২) রেহনুমা ইভেন্টস লি: নামক প্রতিষ্ঠানের প্রতি প্রদত্ত সকল আর এফ কিউ, কাজের প্ল্যান, ডিজাইন, বরাদ্দপত্র, সি এস, নোটিফিকেশন অব এওয়ার্ড,ঠিকাচুক্তি, কার্যাদেশ বিল ভাউচারাদিসহ যাবতীয় কাগজপত্র।

৩) গত ১০ বছরে প্রকৌশল দপ্তরের অডিট আপত্তি এবং আপত্তি নিষ্পন্ন করণ সংক্রান্ত প্রতিবেদনসহ কাগজপত্র।

৪) হেলাল উদ্দিন পাটোয়ারি এর মূল পদবী ইউনির্ভাসিটি ইঞ্জিনিয়ার (গ্রেড-৪) হলেও তাকে প্রধান প্রকৌশলী পদ ব্যবহার করে গ্রেড-৩ এ বেতনভাতাদি আহরণ করার বিশ্ববিদ্যালয়/সরকারি সিদ্ধান্তমূলক কাগজপত্র এবং বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর আইন।

এবিষয়ে হেলাল উদ্দিন পাটোয়ারীর কাছে একাধিক বার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঢাকা, ১৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এটিএম//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ