Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দেশসেরা ১০০ গবেষকের তালিকায় নেই ইবি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ০১:৪১

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি লাইভ: অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের দেশসেরা ১০০ গবেষকের তালিকায় স্থান পায়নি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেউ। সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ২০২২ সালের একটি র‍্যাংকিং সূত্রে এ তথ্য জানা গেছে।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক (এইচ-ইনডেক্স), আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় বিশ্বের ২১৬টি দেশের ১৫ হাজার ৪২৮টি বিশ্ববিদ্যালয়ের ৯ লক্ষ ৫ হাজার ৫৭৯ জন এবং দেশের ১৫৭টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৭৭২ জন গবেষক স্থান পেয়েছেন। যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক রয়েছেন।

এ তালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে ইবি থেকে প্রথমে আছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক আতিকুর রহমান। দেশের মধ্যে তার র‍্যাংকিং ১৪৭। তালিকায় স্থানপ্রাপ্ত অন্য শিক্ষকরা হলেন, রেজওয়ানুল ইসলাম (দেশভিত্তিক ১৬১ তম), মোস্তফা কামাল (২৫৯), এম মিজানুর রহমান (২৬৯), অশোক কুমার চক্রবর্তী (৩৪২), জি এম আরিফুজ্জামান খান (৪৫৭), আবু হেনা মোস্তফা জামাল (৫২১)।

এছাড়াও স্থান পেয়েছেন জালাল উদ্দীন (৫৫২), মিনহাজ উল হক (৬৮০), দিপক কুমার পাল (৭২৭), মনিরুজ্জান (৮৯৪), কেএমএ সোবহান (১১১৮), হেলাল উদ্দীন (১১২১), রুহুল আমিন ভূঁইয়া (১২৬৮), ইব্রাহিম আবদুল্লাহ (১৩০৯), আহসানুল হক (১৩৬২), এম মানজারুল হক (১৩৯২), শিপন মিয়া (১৪৪১), রকিবুল ইসলাম (১৪৪৬) এবং ২০ তম বখতিয়ার হাসান (১৫৭৪)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনেক ভালো হয়। তবে শিক্ষকদের মধ্যে পরিচিতি ঘটানোর একটা অলসতা আছে। পাবলিকেশন থাকা সত্বেও অনেক শিক্ষক গুগল স্কলারের সাইটেশনে তথ্য আপডেট করে না। যার ফলে এমনটি ঘটেছে।

ঢাকা, ২৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ