
যবিপ্রবি লাইভ: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামীকাল ২৪ এপ্রিল রোববার থেকে আগামী ৮ মে পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার পাশাপাশি অফিসসমূহ বন্ধ রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়।
শনিবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের ৭৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।
গত ১৮ এপ্রিল রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের ছুটি আগামী ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত। এরপর শিক্ষার্থীরা রমজানে রোজা রেখে ক্লাস করতে কষ্টকর হয়ে যাওয়ায় দ্রুত ছুটি দাবি তোলে এবং গণস্বাক্ষরসহ ভিসি বরাবর ছুটির আবেদন জানায়।
শিক্ষার্থীদের দাবির মুখে শনিবার রিজেন্ট বোর্ড সভায় বিবেচনা পূর্বক এ ছুটি ঘোষণা করা হয়। এসময় শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়, বাড়ি যাওয়ার আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট, স্টোরি দিয়ে আনন্দ প্রকাশ করে দূরের জেলার শিক্ষার্থীরা।
ঢাকা, ২৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এটিএম//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: