Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ‘ইউজিসি ডিজিটাল লাইব্রেরী’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৭, ০৪:২৯



ইবি লাইভ:  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সোমবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে ‘ইউজিসি ডিজিটাল লাইব্রেরী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও মানসম্মত উচ্চ শিক্ষা বৃদ্ধি প্রকল্প  (হেকেপ) এর যৌথ তত্বাবধানে সারা দেশের লাইব্রেরীগুলোকে ডিজিটাল করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীরর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আক্তার হোসেন, বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, হেকেপের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড.গৌরঙ্গ চন্দ্র মহান্তা প্রমূখ।

এছাড়া সেমিনারে ই-রিসোর্স উপস্থাপন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগাররিক হাসিনা আফরোজ, বিডিরেন এর সূচনা করেন বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. হাবিবুর রহমান ও ইউজিসি ডিজিটাল লাইব্রেরী (ইউএলডি) সম্পর্কে বর্ণনা করেন ইউএলডির অনুষ্ঠান কর্মকর্তা নুসরাত সারিতা।

ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক আতাউর রহমান। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল লইব্রেরীর ব্যবহার ও উপকারিতা, ডিজিটাল লাইব্রেরীর চালু করতে বিভিন্ন সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

ঢাকা, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ