Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগে ইবি শিক্ষক বহিস্কার

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৭, ০২:০৮



ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যন্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর মো: আসাদুজ্জামানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শনিবার এ বহিস্কার আদেশ দেওয়া হয় বলে জানিয়েছে রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

নিজ বিভাগের ছাত্রীর সাথে মোবাইল ফোনে প্রেম আলাপ করায় এবং তাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে করা দরখাস্ত আমলে নিয়ে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, গত ১০ এপ্রিল ফিন্যন্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর মো: আসাদুজ্জামানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে ওই বিভাগের ২০১২-১৩ শিক্ষা বর্ষের ছাত্রী সদ্মনাম মৌটুসি।

ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বরাবর করা ওই লিখিত অভিযোগ আমলে নিয়ে শনিবার ভিসির একক ক্ষমতা বলে ওই শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়। একই সাথে বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নির্যাতন সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বহিস্কারের বিষয়টি জানিয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন“ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত যৌন নিপীড়ন সেলকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’’

 

ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ