Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির কর্মকর্তা সমিতির নির্বাচন বুধবার, অংশ নিবে না একাংশ

প্রকাশিত: ১৪ ডিসেম্বার ২০২১, ০১:১৩

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২২-২৩ কার্যবর্ষের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে দুইটি পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন কর্মকর্তারা। এদিকে কর্মকর্তাদের একাংশ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন তারা ‘অফিসার্স এসোসিয়েশন’ এর সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের একটি প্যানেলে সভাপতি পদে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শামছুল ইসলাম জোহা ও সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় স্টোরের উপ-রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমান নির্বাচনে অংশ নেবেন।

এদিকে অন্য আরেকটি প্যানেলে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তরের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এ. টি. এম. এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান মুকুল অংশ নেবেন।

জোহা-মোর্শেদ প্যানেলের অন্য ১৩ জন হলেন- সহ-সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-রেজিস্ট্রার আহসানুল হক হাসান, বিএনসিসি দপ্তরের উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার আব্দুস সালাম সেলিম, কোষাধ্যক্ষ শেখ রাসেল হলের সহকারী রেজিস্ট্রার আব্দুল লতিফ।

প্রচার ও দপ্তর সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জব্বার, সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক রেজিস্ট্রার দপ্তরের শাখা কর্মকর্তা আসলাম হোসেন বকুল, মহিলা বিষয়ক সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উপ-রেজিস্ট্রার রাজিয়া সুলতানা ডলি।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রেজিস্টার দপ্তরের সহকারী রেজিস্ট্রার আজিজুর রহমান জালাল, প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) বাদশা মামুনার রশিদ মামুন, অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার বাবুল হোসেন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা উকিল উদ্দীন, দেশরত্ন শেখ হাসিনা হলের সহকারী রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক এবং এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান নির্বাচনে অংশ নেবেন।

এদিকে এমদাদ-মুকুল প্যানেলের অন্য ১৩ জন হলেন, সহ-সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) রুহুল আমীন বাবু, প্রকৌশল দপ্তরের সহকারী হিসাব পরিচালক আনুছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সমাজ কল্যাণ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম শিমুল, কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার হুসাইন।

প্রচার ও দপ্তর সম্পাদক পদে ইইই বিভাগের সহকারী রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অর্থ ও হিসাব বিভাগের সহকারী হিসাব পরিচালক সুলতানা পারভিজ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে অর্থ ও হিসাব বিভাগের সহকারী হিসাব পরিচালক আনোয়ার হোসেন স্বপন, চিকিৎসা কেন্দ্রের সিনিয়র টেকনিক্যাল কর্মকর্তা (ফার্মেসি) অশোক চন্দ্র বিশ্বাস, কলা অনুষদের শাখা কর্মকর্তা আব্দুল হালিম, প্রকৌশল দপ্তরের সহকারী রেজিস্ট্রার আব্দুল গণি, প্রিন্টিং প্রেস দপ্তরের সহকারী রেজিস্ট্রার আরিফ হোসেন এবং মার্কেটিং বিভাগের শাখা কর্মকর্তা রফিকুল ইসলাম নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন কমিশনার ডেপুটি চিপ মেডিক্যাল অফিসার ডা. রবিউল বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৬২ জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

এদিকে কর্মকর্তাদের একাংশ নির্বাচনে অংশ নেবে না বলে জানা গেছে। তারা কর্মকর্তাদের একাংশ নিয়ে ‘অফিসার্স এসোসিয়েশন’ নামে আরেকটি সংগঠন রয়েছে। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে আমাদের ১৬০ জন সদস্য অংশ নেবে না।’

ঢাকা, ১৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ