Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বৈশাখী ভাবনায় মাতোয়ারা ইবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭, ০৩:০৮


আবু হুরাইরা, ইবি: ‘‘মূছে যাক গ্লানী ঘুছে যাক জরা অগ্নিস্লানে সূচী হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি আনো আনো আনো তবে প্রলয়ের শাঁখ মায়ার কুজ্বটিজাল যাক দূরে যাক। এসো হে বৈশাখ এসো এসো এসো’’ এসো হে বৈশাখ, এসো এসো’’......কবি গুরু রবীন্দনাথের অসাধারন রচনা, যে রচনা না হলে হয়তবা বৈশাখ পালনে অপূর্নতা থেকে যেতো।

বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ দিনে বাঙ্গালীরা মেতে উঠে রঙ্গীন সাজে। নিজেকে এই দিনে সবার থেকে ভিন্ন ভাবে সাজাতে চাই। তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার ব্যতিক্রম না। পহেলা বৈশাখ নিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বরং বিশ্ববিদ্যালয় কর্তূৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন বিভাগ, হল, পেশাজীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন বৈশাখী ভাবনার বাহিরে নয়।

যেমনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈশাখকে সামনে রেখে তিন দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে ব্যস্ত সময় পার করছেন। বাঙ্গালীর এতিহ্য লাঠি খেলা, পালাগান, যাত্রা আরও কতভাবে না সাজিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তেমনি এবারের বৈশাখ নিয়ে ভিন্ন ভাবে ভাবছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় বর্ষের ছাত্র রুমি নোমান। তার ভাবনা, ‘বৈশাখ আমাদের জীবনে নতুন নতুন বার্তা নিয়ে আসে। এ বছর আমরা পহেলা বৈশাখকে পালন করতে রংতুলি বুননের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আলপনা আঁকানোর সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি এবারও বৈশাখ সকলের জীবনে মঙ্গল বয়ে আনবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী কানিজ ফাতিমা জ্যোতি বলেন, বাংলা বছরের প্রথম দিন তথা পহেলা বৈশাখ আমাদের জীবন নতুন করে সাজানোর উদ্দীপনা দেয়। অনুপ্রাণীত করে আমাদেরকে নতুনভাবে বাচাঁনোর। প্রত্যেক বছর আমরা এই দিনে এক সাথে মিলিত হয় আর পূর্বের সকল গ্লানি ভূলে যায়। এই দিনটার মতো সারাজীবন চাই সবার মুখে হাসি ফুটানোর। এবারের বৈশাখ নতুন ভাবে রুপ দিবে তার কারন বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের মেলার আয়োজন করেছে যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তৃতীয়বার।

জ্যোতি আরও বলেন, এবারের বৈশাখকে নিয়ে নতুনভাবে ভাবছে রংতুলি, আলপনা, র‌্যালি, মঙ্গল শোভাযাত্রা নানান আয়োজনে বৈচিত্র রুপ নিয়ে হাজির হবে অর্থনীতি বিভাগ। বৈশাখ মানে আবেগ-আনুভুতি, উচ্ছ্বাস, উত্তাপ, উল্লাস, আর উৎসবের আমেজ। বৈশাখ আসে অতীতকে বিদায় দিয়ে নতুনের বার্তা নিয়ে। চারিদিকে সাজ সাজ রব, পান্তা ইলিশ আর বাঙ্গালী রুপের সাজ। এদিনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে যেমনটি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা তেমনি দেওয়া হয়েছে সার্বিক সুবিধা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখকে সামনে নিয়ে বাঙ্গালী জাতির অতীথ ইতিহাস লাঠি খেলা অনুষ্ঠিত হবে। লাঠি খেলাটি চমকপ্রদ করেছেন তার কারন খেলাটির নেতৃত্ব দিবেন অর্থনীতি বিভাগের সভাপতি আব্দুল মুঈদ। 

এ বিষয়ে আব্দুল মুঈদ বলেন, বাঙ্গালী জাতির ইতিহাস সুধুমাত্র বুকে লালন করা নয় বাস্তবে রুপ দিতে হবে। তারি ধারা বাহিকতায় বয়সের শেষ প্রান্তে এসেও নিজেকে আর গুটিয়ে রাখতে পারলাম না। পহেলা বৈশাখ নিয়ে গনিত বিভাগের ছাত্র ইকবাল হোসাইন রুদ্র বলেন, বৈশাখ মানে সেই চির চিনা রুপ যা বাঙ্গালী জাতির ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। এইদিনে মানুষ আবেগে আত্মহারা আর আনন্দে দিশেহারা হয়ে পড়ে ঐতিহ্যকে স্মরন করে।

আরেক শিক্ষার্থী ইংরেজি বিভাগের ছাত্রী অধরা চৌধুরি কবির ভাষায় বলেন, ‘‘যেতে নেহি চাই তবু যেতে হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুধু বৈশাখের আনন্দ নয় বরং প্রতিটা যায়গা মিছে আছে মোদের পদধুলিতে। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে নতুন কিছু পাওয়া, পুরোনো দিনে অতিথ গ্লানি ভুলে যাওয়া।’’ বঙ্গালীর আন্যান্য অনুষ্ঠানে ধর্মীয় বার্ধবোধকতা থাকলেও বৈশাখে তার ভিন্ন।

এবিষয়ে হিন্দু ধর্মালম্বী অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্রী সম্পাদাস বলেন, বৈশখে নেই কোন ভেদাভেদ, নেই কোন সাম্প্রদায়িক চেতনা। আছে শুধু ভালবাসা আর সম্পৃতি। বৈশাখ নিয়ে মেতে উঠেছে ইবি ক্যাম্পাসের আলোচনা। এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ .................

 

ঢাকা, ১১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ