Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘ভাল ছাত্র না হতে পারলে ভাল কর্মী হওয়া সম্ভব নয়’

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৭, ০৩:০২



ইবি লাইভ: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হতে হলে আগে ভাল ছাত্র হতে হবে। কারন একজন ভাল ছাত্র না হতে পারলে ভাল কর্মী হওয়া সম্ভব নয়। তাই আগে ছাত্র পরে লীগ এটা সবাইকে মনে রাখতে হবে।’
 
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৮ম সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাইফুর রহমান সোহাগ আরও বলেন, ‘দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে। আর সোনার মানুষ গড়ার কারিগর এই ছাত্রলীগ। নিয়মিত পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প কিছুই নেই। তার কারন আগে ছাত্র পরে লীগ। তাই ছাত্রত্ব না থাকলে আমাদের রাজনীতি থাকে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাইলে আমাদের ভালভাবে পড়াশোনা করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (এমপি)। কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (এমপি), সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দীয় গন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান নুর উন-নবী, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রোদোয়ান উল্লাহ তুহিন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: শামীম হোসেন খান, সহ-সম্পাদক রিজভী হাসান মাহমুদ হিরন।

 

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ