Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হিরোইন জব্দ

ইয়াবা-হিরোইনসহ আটক, ইবি ছাত্র কারাগারে

প্রকাশিত: ২ সেপ্টেম্বার ২০২১, ২০:১২

ইবি লাইভ: ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হিরোইনসহ সুমন আহমেদ নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রকে আটক করেছে কুষ্টিয়া র‍্যাব। তিনি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। র‍্যাব সুমনকে তার নিজ বাড়ি কুষ্টিয়ার খাজানগর থেকে আটক করে। আটকের পর র‍্যাবের বাদী হয়ে করা মামলায় সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া র‍্যাব ও কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ ক্যাম্পাসলাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন কুষ্টিয়ার খাজানগর সুবর্ণা অটো রাইস মিল মালিক মোহাম্মদ জিন্নাহ আলীর ছেলে। গত ৩১ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব তার বাড়িতে অভিযান চালায়। এরপর তার বাড়ি থেকে ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হিরোইন জব্দ করে র‍্যাব।

আটকের পরের দিন গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) কুষ্টিয়া র‍্যাব বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান ক্যাম্পাসলাইভকে বলেন, ‘গত ৩১ আগস্ট অভিযান চালিয়ে সুমনের বাড়িতে ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হিরোইন পেয়েছি। আমাদের কাছে তথ্য ছিল সুমনের কাছে ফেন্সিডিলও আছে। তবে তার বাড়িতে ফেন্সিডিল পাইনি। আমরা আটকের পরেরদিনই (১ সেপ্টেম্বর) তাকে থানায় সোপর্দ করেছি।’

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ক্যাম্পাসলাইভকে বলেন, ‘র‍্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে। আসামীকেও আমাদের হাতে সোপর্দ করেছে। মামলা দায়েরের দিনই (১ সেপ্টেম্বর) আসামীকে আমরা কোর্টে পাঠিয়েছি। আসামী এখন কারাগারে।’

বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আমি এখনো বিষয়টি শুনিনি। খোঁজখবর নিয়ে দেখতে হবে।’

ঢাকা, ২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ