Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সকল ফি মওকুফসহ ৬ দাবি ইবি ছাত্রদলের

প্রকাশিত: ২ সেপ্টেম্বার ২০২১, ০১:৪৫

ইবি লাইভ: পরিবহন ও আবাসন ফি মওকুফ, অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে ক্লাস-পরীক্ষা নিশ্চিত করা সহ ৬ দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল।

বুধবার (১ সেপ্টেম্বর) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কাছে অনলাইনে এই স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

তাদের অন্য তিন দাবি হলো- সকল শিক্ষার্থীর ভ্যাক্সিন নিশ্চিত, আবাসিক হলে চুরির ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তি, হলে নিরাপত্তা জোরদার ও ক্ষতিগ্রস্তদের শতভাগ ক্ষতিপূরণ প্রদান এবং ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।

স্মারকলিপিতে বলা হয়েছে, করোনার অজুহাতে প্রায় দেড় বছর বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। এসময় শিক্ষার্থীদের সকল সেবা বন্ধ থাকলেও সেশন ফি’র সাথে অন্যান্য ফি প্রদানের নোটিশ দেওয়া হয়েছে। করোনাকালীন সময়ে অধিকাংশ শিক্ষার্থীরা আর্থিক সংকটে আছেন।

এসময় শিক্ষার্থীদের উপর সকল ফি চাপিয়ে দেয়া অমানবিক ও অযৌক্তিক। তাই ইসলামী বিশববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শাখা ছাত্রদল এই অযৌক্তিক আবাসন ফি ও পরিবহন ফি মওকুফের জোর দাবি জানাচ্ছে।

ঢাকা, ১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ