Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
৭৩ ছাত্রীকে সাইবার বুলিংয়ের অভিযোগ

প্রতিবেদন পেলেই সেই মিজানের বিরুদ্ধে মামলা করবে ইবি

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২১, ১৬:০৮

ইবি লাইভ: ৭৩ ছাত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে অভিযুক্ত ইসলামী বিশ্বাবিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মিজান বিশ্বাসের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল প্রতিবেদন দাখিল করলেই মামলা দায়ের করা হবে বলে সোমবার (২৩ আগস্ট) নিশ্চিত করেছেন প্রো-ভিসি প্রফেসর ড. মাববুবুর রহমান।

পড়ুন : আপত্তিকর মন্তব্য জুড়ে ৭৩ ছাত্রীর ছবি প্রকাশ

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০ আগস্ট একটি ফেইসবুক পেইজে আপত্তিকর ক্যাপশন জুড়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করে পেইজটির অ্যাডমিন মিজান বিশ্বাস। এরপর শিক্ষার্থীদের তোপের মুখে আনুমানিক ১২ টার দিকে পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। পরদিন ২১ আগস্ট দুঃখ প্রকাশ করে পুনরায় পোস্ট করা হয় পেইজটিতে।

পড়ুন : কে এই মিজান বিশ্বাস?

এরপর ২১ আগস্ট ওই পেইজের অ্যাডমিনকে খুঁজে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছিলেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। একইদিনে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন। একইসাথে আইসিটি সেলকে অভিযুক্ত পেইজের অ্যাডমিনকে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি।

এ ব্যাপারে আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল আম্বিয়া ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আমাদের ৭ দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যেই আমরা অভিযুক্ত পেইজের অ্যাডমিনের ব্যাপারে প্রতিবেদন দাখিল করবো।’

বিশ্বাবিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আইসিটি সেলকে পেইজের অ্যাডমিনের তথ্য বের করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। প্রতিবেদন জমা দিলেই আমরা মামলা করবো।’

ঢাকা, ২৪ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ