Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নানা আয়োজনে ইবিতে স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ২৩:৩০



ইবি লাইভ: নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আয়োজনের অংশ হিসেবে র‌্যালি, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক পথ নাটক, প্রীতি ভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধের পাদদেশে মিলিত হয়। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিষ্টার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ প্রমুখ। এসময় র‌্যালি শেষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে  শ্রদ্ধা জনান বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয়ের হল সমুহ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন প্রগতিশিল ও সাংস্কিৃতিক সংগঠন প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও আরও অনেকে।



এদিকে বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের ৩য় তালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, স্বাগত বক্তা হিসাবে রেজিষ্টার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন, সাম্প্রদায়িক ও প্রগতিশিল দেশ গড়ার লক্ষে বঙ্গবন্ধু শেখ মুুজিবর রহমানের আদর্শ মনে প্রানে বিশ্বাস ও বস্তবে রুপ দিতে হবে।
 
বেলা ১১ টার দিকে ডায়না চত্বরে বিশ্ববিদ্যালয়ের ফলিত  পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারি রেজিস্ট্রার গাউছুল আজম রিন্টু রচিত ও বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের সভাপতি ওহেদুজ্জামান শাওনের পরিচালনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক পথ নাটক ‘আরো যুদ্ধ’ উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয় থিয়েটার নাটকটির আয়োজন করে।

এদিকে দুপুর ১ টার দিকে বঙ্গবন্ধু হল লাইব্রেরী উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, হল প্রভোস্ট অ্যাসোসিয়েট প্রফেসর শাহাদাৎ হোসেন আজাদ প্রমুখ।

এদিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

ঢাকা, ২৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ