Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে চতুর্থবারের মতো বাড়লো টিকা নিবন্ধনের সময়সীমা

প্রকাশিত: ২৯ মে ২০২১, ০৬:১৮

ইবি লাইভ: গত ২৫ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভ্যাক্সিন গ্রহণে রেজিস্ট্রেশনের সময় শেষ হয়েছে। তবে কাঙ্ক্ষিত আবেদন জমা না পড়ায় চতুর্থবারের মতো টিকা গ্রহণে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যারা এখনও পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি তারা আগামী ৩০ মে’র মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে রেজিস্ট্রেশন কম সম্পন্ন হওয়ার কারণে গত ১৭ মে তৃতীয়বারের মতো সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রজ্ঞাপনে বলা হয়, যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন এবং যে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী (বয়স ৪০-এর বেশি) রেজিস্ট্রেশন করেছেন বা টিকা নিয়েছেন তারা ব্যতীত এখনও যারা রেজিস্ট্রেশন করেননি, তারা ২৫ মে’র মধ্যে তা সম্পন্ন করবেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৬ হাজার ৫৯৪ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। যার মধ্যে ভ্যাক্সিন গ্রহণে আবেদন করেছে প্রায় ৬ হাজার। রেজিস্ট্রেশন অপেক্ষাকৃত অনেক কম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় আইসিটি সেল।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহকারী প্রধান কম্পিউটার ইনস্ট্রাক্টর ড. নাঈম মোর্শেদ সাংবাদিকদের বলেন, ‘গত ২৫ মে পর্যন্ত মোট রেজিস্ট্রেশন পড়েছে প্রায় ৬ হাজার। রেজিস্ট্রেশন কম পড়ায় মেয়াদ আরও বাড়ানো হয়েছে।’

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ‘গত ২৫ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল। অনেক শিক্ষার্থী এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি। যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তারা ৩০ মে পর্যন্ত করতে পারবেন।’

নিবন্ধন করতে এখানে ক্লিক করুন 

ঢাকা, ২৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ