Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি’র শিক্ষার্থীরা পাচ্ছে প্রধানমন্ত্রী স্বর্ণপদক

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০০:৩৯



ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষার্থী প্রধান মন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ অনুষদের ১ম স্থান অধিকারী এসকল শিক্ষার্থীদেরকে প্রধান মন্ত্রীর কার্যালয়ে শাপলা ভবনে এই পদক দেয়া হবে ।


স্বর্ণ পদকের জন্য মনোনিত শিক্ষার্থীরা হলেন, ২০১৩ সালের জন্য ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ থেকে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ আব্দুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের নিশাত আরা সমা, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মোঃ মাসুদ রান, আইন ও শরীয়াহ অনুষদ থেকে আল-ফিকহ্ বিভাগের জামিরুল ইসলাম এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে গনিত বিভাগের শামীমা আক্তার।


এছাড়া ২০১৪ সালের পদকের জন্য মনোনিত শিক্ষার্থীরা হলেন ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ থেকে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ইব্রাহিম আল মামুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের নাজমুস সাদাত, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আব্দুস সালাম, আইন ও শরীয়াহ অনুষদ থেকে আইন ও মুসলিম বিধান বিভাগের মিফতাহুল হাসান এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের মুসতাসিম বিল্লাহ।


বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ স্বর্ণ পদকের জন্য শিক্ষার্থীদের মনোনয়নের বিষয়টি ও ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী অতিথি হিসাবে শাপলা ফোরামে উপস্থিত থাকবেন এ বিষয়টি  নিশ্চিত করেছেন।


বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী ক্যাম্পাসলাইভকে বলেন,‘আমরা অনেক গর্বিত ও আনন্দিত। এটা একজন শিক্ষক হিসেবে আমার জন্যতো বটেই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি গর্বের বিষয়। এই স্বর্ণপদক পেয়েছো যারা তাদেরকে অভিনন্দন। আমি আশা করবো আমাদের শিক্ষার্থীদের সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে।’

 

ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ