Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিন্ডিকেট সিদ্ধান্তে ইবিতে ফি বৃদ্ধি

প্রকাশিত: ২০ মার্চ ২০১৭, ২২:৫৯


ইবি লাইভ: গত ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৩৩ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা খাতের সব ধরনের কাগজ উত্তোলনের জন্য ফি বৃদ্ধির সিন্ধান্ত নেয় প্রশাসন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন সিন্ধান্ত অনুযায়ী প্রভিশনাল সার্টিফিকেট ফি বাড়িয়ে ১০০ থেকে ১৫০ টাকা করা হয়েছে। নাম সংশোধন ফি ২০০টাকা থেকে ৩০০ টাকা, এম ফিল সাময়িক সনদ পত্র ৩০০ থেকে ৪৫০ টাকা, এম ফিল মূল সনদ পত্র ৪০০ থেকে ৬০০টাকা, পিএইচডি সাময়িক সনদ পত্র ৪০০ থেকে ৬০০টাকা, পিএইচডি মূল সনদ পত্র ৫০০ থেকে ৭৫০টাকা, নম্বরপত্র (প্রতি বর্ষ) ২৫থেকে ৪০টাকা, ট্রান্সক্রিপ্ট ৩০০ থেকে ৪০০টাকা, এমফিল থিসিস পরীক্ষার ফি ২,০০০ থেকে ৩,০০০ টাকা, পি এইচডি থিসিস পরীক্ষার ফি ৩,০০০ থেকে ৪,৫০০ টাকা, ডুপ্লিকেট সনদপত্র ও নম্বর পত্র ১৪০ থেকে ২১০ টাকা, সনদপত্র সংশোধন ফি ২৮০ থেকে ৪২০ টাকা, এফিডেভিট সহ নাম সংশোধন ফি ২৮০ থেকে ৪২০টাকা, বৈবাহিক কারণে নাম সংশোধন ফি ১০০ থেকে ১৫০টাকা, পরীক্ষার ফল প্রকাশের তারিখ প্রদান ফি ৫০ থেকে ৭৫টাকা এবং সকল ধরনের আবেদন ফরম ১৫ টাকা পর্যন্ত সর্বমোট ১৮ টি খাতে অতিরিক্ত ফি বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।


এছাড়া জরুরী প্রয়োজনে সাধারণ ফি এর থেকে বেশি নির্ধারিত মূল্য প্রদান করতে হবে। এর আগে পহেলা জুলাই ২০০৪ সালে র্পূবের ফি নির্ধারন করা হয়েছিল বলে বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার অফিস সূত্রে জানা গেছে।


বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১১-২০১২ সেশনের ছাত্র শেখ ইনতাজ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপট ও সার্টফিকেট সাধারন কাগজে প্রদান করা সত্ত্বেও ফি বৃদ্ধি করা অযৌক্তিক। তিনি আরও দাবি করেন, দ্রুত যেন এই সমস্যা সমাধান করা হয়।


এ বিষয়ে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ১৩ বছর পর কাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনের তাগিদে সহনীয় পর্যায়ে ফি বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ফি বৃদ্ধির সাথে সাথে সকল সেবার মানও বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীরা তখনই এটা মেনে নিবে যখন তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।

 

ঢাকা, ২০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ