Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির শহীদ জিয়াউর রহমান হলে প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ২১:২০

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হলের সদ্য সাবেক প্রভোস্ট ও আইন বিভাগের প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদারের সভাপতিত্বে হলের নতুন প্রভোস্ট ও ইইই বিভাগের প্রফেসর ড. মনজুরুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমিন ভুঁইয়া, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. রেবা মন্ডল উপস্থিত ছিলেন।

এছাড়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান, ইইই বিভাগের প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. নজিবুল হক, ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক ও ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর কে এম শরফ উদ্দীন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

 

নতুন দায়িত্ব প্রাপ্ত প্রভোস্ট প্রফেসর ড. মনজরুল হক বলেন, ‘এর আগের আমি প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করিনি। দায়িত্ব দেওয়ায় প্রশাসনের প্রতি ধন্যবান জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সুযোগ সুবিধার দিক বিবেচনা করে হলের উন্নয়নে কাজ করে যাবো।’

প্রসঙ্গত, গত ২২ মার্চ প্রফেসর ড. মনজুরুল হককে হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

ঢাকা, ২৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ