Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

উচ্ছ্বাসে-উল্লাসে ইবিতে হোলি উৎসব উদযাপন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০১:০২

ইবি লাইভ: হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। এটি হোলি উৎসব নামেও পরিচিত। গালে মুখে আবিরের রঙ। মেখেছে সারা গায়েও। কেউ স্বেচ্ছায় রঙ মাখছে আবার কাউকে জোর করে মাখাচ্ছে। চারদিকে রঙের ছড়াছড়িতে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা।

হোলি উৎসব

সারা দেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) উচ্ছ্বাসে উল্লাসে দিনটিকে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনালয়ে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

আবির মাখাচ্ছেন এক শিক্ষার্থী

পরে প্রার্থনালয়ে সামনে নামসংকীর্তন, প্রসাদ বিতরণ, ধুপটি নাচ অনুষ্ঠিত হয়। পরে টিএসসিসির করিডোরে হলি খেলায় রঙ ছুঁড়োছুড়িতে মাতেন সতাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এ দিন বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সাথে আবির খেলেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকেই দোল খেলার উৎপত্তি। দিনটিতে সারা দেশে জুড়েই থাকে আমেজ। করোনার কারণে এবার আয়োজিত হচ্ছে সীমিত পরিসরে।

ঢাকা, ২৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ