Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে মুুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ০০:৪৭

 

ইবি লাইভ: জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রদর্শিত হয়েছে।


এ চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের পটভূমিতে ও ভালোবাসার মানবিক দিক নিয়ে নির্মিত হয়েছে ।


শনিবার সকাল ১১টা থেকে ২টা ও দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ২টা প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ১ম প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ‘ভুবন মাঝি’ চলচ্চিত্র পরিচালক ফাখরুল আরেফিন খান ও অভিনেতা মাজনুন মিজান।


এসময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী বলেন, এই চলচ্চিত্রটি  মুক্তিযুদ্ধের পটভুমিতে তৈরি যা তরুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।


তিনি আরও বলেন, তোমরা বেশি বেশি সংস্কৃতি চর্চা করো। কেননা, ইবির ১৭৫ একর ভূমি সংস্কৃতি চর্চার উন্মুক্ত দার।
২য় প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন ইবি ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মহা. আনোয়ারুল হক প্রমূখ।


উভয় প্রদর্শনী চলাকালে ইবির মিলনায়তন দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।

 

ঢাকা, ১৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ