Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
একমাস পেরিয়েও ফল প্রকাশ হয়নি

ইবির এমফিল-পিএইচডি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে গড়িমসি

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১৯:২৮

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং মাস্টার্স অব ফিলোসফি (এমফিল) ডিগ্রিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি। একমাস পেরিয়ে গেলেও পরীক্ষার ফল প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
 
একাডেমিক অফিস সূত্র জানায়, এবছর এমফিল ও পিএইচডির ভর্তি পরীক্ষায় মোট ৮৩জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন এমফিলে ৩৪ জন ও পিএইচডিতে ৪৯ জন ছিল। ভর্তি পরীক্ষায় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১৮ জন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১২ জন এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১৭ জন।

এছাড়া আইন বিভাগে ৭ জন, আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ৪ জন, অর্থনীতি বিভাগে ৩ জন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে জন ৩ জন, ম্যানেজমেন্ট বিভাগে ৫ জন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, লোক প্রশাসন এবং ইংরেজি বিভাগে মোট ১ জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। স্ব-স্ব বিভাগের শ্রেণীকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার একমাস পেরুলেও ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘এর আগে আমরা দেখেছি পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফল প্রকাশিত হতে। কিন্তু এক মাসেও তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আমরা দ্রুত ফল প্রকাশের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে একাডেমিক অফিসের ডেপুটি রেজিস্ট্রার শফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থীদের মধ্যে কিছু বিদেশি ডিগ্রীধারী ছিল। সেই ডিগ্রিগুলো বাংলাদেশের অনার্স-মাস্টার্সের সমমান কিনা তা যাচাই-বাছাই করতে সমমান কমিটিতে গেছে। তারা রিপোর্ট জমা দিলে ফল প্রকাশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, ‘ডিগ্রি সমতাকরণ কমিটির সভাপতি ছিলেন প্রো-ভিসি। প্রোভিসি না থাকায় এখন ভিসি সভাপতি। ফল প্রকাশের ব্যাপারে পিএডিসি কমিটির সিদ্ধান্ত নেবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশিত হবে।’

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ